বাংলাদেশের ৩২ যাত্রীর মধ্যে নয়জন জীবিত আছেন

    0
    238

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩মার্চঃবিধ্বস্ত ইউএস-বাংলার বিমানে বাংলাদেশের ৩২ যাত্রীর মধ্যে নয়জন জীবিত আছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

    জীবিত এই নয়জন কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের খোঁজ-খবর নিচ্ছেন কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। বাকি দুই শিশুসহ বাংলাদেশি ২৩ যাত্রীর সবাই মারা গেছেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন।

    বিধ্বস্ত ইউএস বাংলা এয়ারলাইনসের ওই বিমানে মোট ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি এবং একজন চীন ও একজন মালদ্বীপের নাগরিক।

    উল্লেখ্য, সোমবার দুপুরে ইউএস বাংলার বিমানটি ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে নেপালের উদ্দেশে যাত্রা করে। এরপর বেলা আড়াইটার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে পূর্ব পাশে গিয়ে পড়ে। এসময় বিমানটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।