বাংলাদেশের ক্রিকেট দল সবাইকে চমকে দিতে পারে !

    1
    451

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯মার্চঃ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলছে লাল সবুজের দেশ বাংলাদেশ।স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হবে আজকের মূল লড়ারাই।

    চলতি টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত এখনো এই বিশ্বকাপের কোনও খেলায় হারেনি।কোয়ার্টার ফাইনালের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দু’দলের চ্যালেঞ্জ সম্পর্কে বলছিলেন ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার।
    কোয়ার্টার ফাইনালের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দু’দলের চ্যালেঞ্জ সম্পর্কে বলছিলেন ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার।
    তার মতে, বাংলাদেশের সামনে এর মাধ্যমে একটি নতুন দিগন্তের সূচনা হচ্ছে।
    তিনি বলছিলেন, বাংলাদেশের ক্রিকেট ইতিমধ্যেই সফল।
    ইংল্যান্ডকে হারানো এবং নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের শেষ পর্যন্ত ভাল খেলা, এসবের মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা প্রত্যাশার অনেক ওপরে অবস্থান করছেন বলে মনে করেন বোরিয়া মজুমদার।
    তার ভাষায়, আর আজ যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয়, তবে তা হবে আসরের সবচেয়ে বড় ‘আপসেট’।মেন্টের অন্যতম ফেভারিট ভারত এই বিশ্বকাপের কোনও খেলায় হারেনি ।
    তবে আজ বাংলাদেশ দলই বেশি চাপে থাকবে বলে মনে করেন এই ক্রিকেট বিশ্লেষক।
    তার মতে, দু’টো দলের দক্ষতা, অভিজ্ঞতা ও শক্তি বিবেচনা করলে ভারত অবশ্যই এগিয়ে আছে বলা যায়।
    তবে অনেকেই ভারতের জন্য এটিকে একটি সহজ ম্যাচ বললেও বোরিয়া মজুমদার বলছেন, বাংলাদেশ সবাইকে চমকে দিয়েছে।
    তাই ভারতকে তাদের শতভাগ দিয়েই খেলতে হবে।
    আজ মাঠে উপস্থিত দু’দলের সমর্থকেরাও ম্যাচে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই ধারণা করছেন তিনি।
    মেলবোর্নের ব্যাটিং সহায়ক মাঠে তিনশ’ রান না করা গেলে যেকোনো দলকেই সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করেন বোরিয়া মজুমদার।
    জয়ের জন্য বাংলাদেশ দলের সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মরতুজা, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমদের পারফর্মেন্সের উপরই জোর দিচ্ছেন বোরিয়া মজুমদার।
    আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
    বোরিয়া মজুমদারের মতে, আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশ বিশেষ সুবিধা পেতে পারে।
    কেননা আবহাওয়ার কারণে খেলা ৩০ ওভারে নেমে এলে তা বাংলাদেশ দলের জন্য সহায়ক হবে বলেই মনে করেন এই ক্রিকেট বিশ্লেষক।