বলিউডের নোংরা “গ্রান্ড মাস্তি” নিষিদ্ধ হতে পারে ?

    1
    273

    আমারসিলেট 24ডটকম , সেপ্টেম্বর : ধারনা করা হচ্ছে বলিউডের নতুন সিনেমা “গ্রান্ড মাস্তি” মুক্তির আগেই নিষিদ্ধ হতে পারে । বিবেক ওবেরয় অভিনীত সিনেমাটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে। ইন্দ্র কুমার পরিচালিত কমেডিধর্মী এই সিনেমাটি আগামীকাল শুক্রবার মুক্তি পাওয়ার কথা।

    কিন্তু এরইমধ্যে ভারতের তিনটি আদালত সিনেমাটি মুক্তির উপর স্থগিতাদেশ দিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা ও ছত্তিশগড়ের হাইকোর্ট এ স্থগিতাদেশ দেয়। ২০০৪ সালে মুক্তি পাওয়া ই”মাস্তি” সিনেমাটি মুক্তির পর অশ্লীল সংলাপের কারণে সমালোচিত হয়েছিলো। এরই সিক্যুয়েল “গ্রান্ড মাস্তি”। মুক্তির আগে ”গ্রান্ড মাস্তি”র প্রোমো প্রকাশিত হয়েছিল এ সপ্তাহে।

    তারপরই আদালতে সিনেমাটির বিরুদ্ধে পিটিশন দায়ের করেন এক ভারতীও আইনজীবী। তার অভিযোগ গ্রান্ড মাস্তি নামক এ সিনেমায় যেসব সংলাপ ও দৃশ্য ব্যবহার করা হয়েছে সেগুলো শুধু অশীল নয়, নোংরা। গ্রান্ড মাস্তি সিনেমাটিকে দেওয়া ছাড়পত্র বাতিলের জন্য সেন্সর বোর্ডের কাছেও তিনি আবেদন জানিয়েছেন বলে খবরে জানা যায়।