বর্তমান সরকার গরীব অসহায় রোগীদের কল্যাণে কাজ করছে : মিনু মমতাজ

    0
    400

    এস. এম. সুলতান খান চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে :Photo Chunarughat- 15-04-2013

    হবিগঞ্জের চুনারুঘাটে দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনী সভায় সমাজ কল্যাণ মন্ত্রী’র সহধর্মিনী মিনু মমতাজ বলেছেন, বর্তমান সরকার গরীব অসহায় রোগীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। চুনারুঘাটে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। আশা করছি দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার চুনারুঘাট উপজেলার চিকিৎসা জগতে মডেল হিসেবে কাজ করবে। সমাজ কল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ এমপি’র সহধর্মিনী মিনু মমতাজ রবিবার বিকাল সাড়ে ৫ টায় চুনারুঘাট উত্তর বাজারস্থ আলহাজ্ব রাজ্জাক ম্যানশনে প্রতিষ্ঠিত দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও পরিচালক (প্রশাসন) সাংবাদিক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অতিরিক্ত নির্বাহী পরিচালক অধ্য মোজাম্মেল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবি গঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, সিভিল সার্জন ডাঃ শফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, হবিগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাওসার, উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান ছুরুক আলী, ডাঃ মোজাম্মেল হোসেন, ডাঃ তানভীর রহমান চৌধুরী, ডাঃ রায়হান মুনাওয়ার আহ্সান, ডাঃ তৃষাণ তাজরীন আলম প্রমুখ।