বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

    0
    387

    বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

    এস. এম. সুলতান খান, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে:

    বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার : সমাজকল্যাণ মন্ত্রীসমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ এমপি বলেছেন, জোট সরকারের আমলে সারের পেছনে কৃষককে দৌড়াতে হতো, কিন্তু বর্তমান সরকারের আমলে কৃষকের পেছনে সার দৌড়ে। তিনি আরও বলেন, জোট সরকারের আমলে সারের জন্য ১৮জন কৃষককে প্রাণ দিতে হয়েছিল। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ এমপি বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গনে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূলে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল চন্দ্র দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউছার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, চৌধুরী শামছুন্নাহার, মাওলানা তাজুল ইসলাম, ওয়াহেদ আলী মাস্টার, আইয়ূব আলী মাস্টার, এডভোকেট সরকার মোঃ শহীদ, আবু সালেহ মোঃ শফিকুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার ৭ হাজার ২শ ৫০জন কৃষকের মাঝে ১ কোটি ১৪ লাখ টাকা মূল্যের সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

     

    সাভারে হতাহতদের ঘটনায় মাওলানা রাব্বানীর শোক প্রকাশ

    চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসে মর্মান্তিক হতহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, তিনি এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মাওলানা রাব্বানী নিহতদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ওই মর্মান্তিক রানা প্লাজা ধসে হতাহতদের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।