বঙ্গবন্ধু নামের ব্যানার নামিয়ে দেওয়ার অভিযোগ

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০মার্চ,চুনারুঘাট প্রতিনিধিঃ  হাজার বছরের শ্রেষ্ঠ  বাংঙালী , জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে লিখিত ব্যানারও ছবি টেঁনে নামিয়ে দিলেন আমুরোড হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য শামসুল আলম ফুল মিয়া।শুধু তাই নয়,কোমলমতি ছাত্র-ছাত্রীদের গালমন্দ করতে শুরু করেন।এ ঘটনায়  তাৎক্ষনিক প্রতিবাদ করেন উপস্থিত ছাত্রলীগের কর্মীরা।ফুল মিয়া বলেন,পিঠা উৎসবে বঙ্গবন্ধুর নামে ষ্টল থাকলে জিয়াউর রহমান ও জামাতের নামে স্টল থাকতে হবে।

    আজ (২০ মার্চ) মঙ্গলবার চুনারুঘাট উপজেলার আমুরোড হাই স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।এ উপলক্ষ্যে সোমবার রাত জেগে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা পিঠা তৈরী করেন।সকালে বিভিন্ন স্টল সাজসজ্জা করেন।৮ম শ্রেনীর রাতুল সহ প্রায় ১৫ জন ছাত্র মিলে বঙ্গবন্ধুর নামে তাদের স্টল টি নাম করণ করেন এবং বঙ্গবন্ধুর ছবি টানিয়ে রাখেন।হঠাৎ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ফুল মিয়া রাগান্বিত হয়ে বঙ্গবন্ধু নামে স্টল কেন বলে, টেঁনে ব্যানারটি নামিয়ে ফেলেন।কোমলমতি ছাত্ররাজনীতি ঐ সময় সুর চিৎকার দিলে লোকজন জড়ো হতে থাকেন।এবং তাৎক্ষনিক সাবেক ছাত্রলীগ নেতা ও সেচ্ছাসেবকলীগ সভাপতি শাহ আলম ও আশিকুর রহমান রাব্বি প্রতিবাদ করেন।

    এ সময় ফুল মিয়া বঙ্গবন্ধুর নামে কট্রাক্ক বাক্য বলতে থাকেন।স্থানীয় বষির্য়ান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল লতিফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,বঙ্গবন্ধুর নামে কট্রাক্ষ কোন ভাবেই মেনে নেয়া যায় না।বিষয়টি নিয়ে দলের উপর মহলে আলোচনা করা হয়েছে।সঠিক ব্যবস্থা নেয়া হবে।

    ঘটনায় আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।ফুল মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে পরিস্থিতি বেগতিক হাতে পারে।উল্লেখ্য ওই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলা উদ্দিন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হওয়া স্বত্তেও এ ব্যাপারে তার কোন ভুমিকা ছিল না।তবে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।