বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

    0
    247

    নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিরোধীদের শাস্তির দাবিতে আজ শুক্রবার (১১ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলা শহরের ভানুগাছ রোডস্থ পৌরসভার সম্মুখস্থ সড়কে শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠত হয়।

    মানববন্ধনে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক কাওসার ইকবাল।

    এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনাম চৌধুরী,শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি আনিছুল ইসলাম আশরাফী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী,সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুউজজামান,শিক্ষক জহর তরপদার, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল ইসলাম সোহেল,নাগরদোলা থিয়েটারের সভাপতি অনুরুদ্ধ সেনগুপ্ত,শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি রজত শুভ্র চক্রবর্তী,কামরুল হাসান দুলন,বিকাশ বাপ্পন, সাংবাদিক দীপঙ্কর ভট্টাচার্য, আব্দুল মজিদ,এসকে দাস সুমন,সামছুল ইসলাম,পঙ্কজ নাগ, নূর মোহাম্মদ সাগর,রূপক দত্ত,রুপম আচার্য,রিমন আহমদসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যাক্তিবর্গ।

    ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যেই শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্যে ভাঙচুরের ঘটনা ঘটে।সেই ঘটনা ধরা পড়ে স্থানীয় সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যায়, শুক্রবার রাত সোয়া ২টার পর টুপি মাথায় পাজামা-পাঞ্জাবি পরিহিত দুইজন পায়ে হেঁটে এসে বাঁশের মই বেয়ে উঠে নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর করে।এ ঘটনায় ৪ জনকে আটক করে রিমান্ডে প্রেরন করেছে আদালত।আপডেট