বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী টুঙ্গি পাড়া যাচ্ছেন

    0
    234

    আমারসিলেট24ডটকম,১৬মার্চঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধে  শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী কাল সোমবার সকাল ১০টা ৫ মিনিটের সময় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবে। পরে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন।
    প্রধানমন্ত্রী বেলা ১০টা ৪৫ মিনিটের সময় মাজার কমপ্লেক্স পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন এবং বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক একটি গীতি-কাব্য-নাট্যানুষ্ঠান উপভোগ করবেন।
    পরে তিনি সেখানে ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতির উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন এবং কমপ্লেক্স প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন।বাসস