বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নড়াইলে প্রতিযোগিতা

    0
    242

    নড়াইল প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে নড়াইলে  শিশুদের চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ৭ইমার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিশু একাডেমী কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    জেলা শিশু একাডেমীর আয়োজনে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ৭ইমার্চের ভাষণ প্রতিযোগিতায় মোট  ৬টি গ্রুপে শতাধিক শিশু অংশগ্রহণ করে।  চিত্রাংকনে ক গ্রুপে-  চিলড্রেন ভয়েস্ স্কুলের ২ য় শ্রেনীর হাসিবুল ইসলাম,  খ-গ্রুপে-মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর তাহিরা আল-মাশরী গ-গ্রুপে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর মুন্তাসির রহমান মাহিন বিজয়ী হয়।

    বিজীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম।

    এসময়জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা( অবঃ) মোঃ ইউসুফ আলী,  নারীনেত্রী আঞ্জুমান আরা, শিশু ও তাদের অভিভাবক, শিক্ষক সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    এছাড়া নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে  দুপুর ৩ টায় জেলা প্রশাসন .নড়াইলের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/ ৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানচিত্র প্রদর্শন ,৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন, সহস্্র কন্ঠে শুদ্ধসুরে জাতীয় সংগীত ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন পরিবেশন, গণ সংগীত , কবিতা আবৃতি বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে