বগুড়া শহরে ১৪৪ ধারা জারি

    0
    257

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরবগুড়ার পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিনএপি একই সময় সমাবেশ ডাকায় শহরে ১৪৪ ধারা জারি করেছে বগুড়া প্রশাসন।বৃহস্পতিবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ হোসেন এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন।বলা হয়েছে, শুক্রবার শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টা-পাল্টি সমাবেশ আহবান করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত শহরে ১৪৪ ধারা বহাল থাকবে। এসময় সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ থাকবে।

    পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ওই সময়ে মিছিল সমাবেশের পাশাপাশি লাঠিসোটা এবং অস্ত্রশস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে।তিনি জানান, ১৪৪ ধারা জারির পর শহরের সার্বিক নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার বিকেল ৩টায় স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।এদিকে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের পক্ষ থেকে একই দিন ও একই সময়ে ওই স্থানে জনসভার ঘোষণা দেয় জেলা আওয়ামী লীগ। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।