বগুড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশসহ ৭জন নিহত

    0
    199

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩নভেম্বরঃ  বগুড়ার শেরপুর উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য।রোববার ভোররাত ৫টার দিকে উপজেলার মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল শাজাহান, আলমগীর, শ্যামল এবং পুলিশের বেতার বিভাগের শামসুল ও সোহেল। নিহত ট্রাক ড্রাইভার ও বাবুর্চির নাম-পরিচয় পাওয়া যায়নি।

    দুর্ঘটনায় আহত তিনজন হলেন- উপপরিদর্শক (এসআই) মইনুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল ও কনস্টেবল মনোয়ার। তাদের মধ্যে এসআই মইনুলের অবস্থা গুরুতর। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মালমাল আনতে কুড়িগ্রাম থেকে একটি ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন ৮ পুলিশ সদস্য। ওই ট্রাকে তাদের সঙ্গে চালক ও একজন বাবুর্চি ছিলেন।

    ট্রাকটি বগুড়ার শেরপুরের মহিপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী সিমেন্টবোঝাই অপর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাকে থাকা ৪ পুলিশ সদস্য নিহত হন।

    খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত বাকি ৬ জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।

    শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম সাংবাদিকদের জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। এক ট্রাকের ৭ জনের মৃত্যু হলেও অপর ট্রাকে থাকা চালক কিংবা সহকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।