বই পড়ার কোন বিকল্প নেইঃমৌলভীবাজারে ড.জাফর ইকবাল

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭সেপ্টেম্বর,আলী হোসেন রাজন: আগামীতে দেশকে নেতৃত্ব দিতে হলে স্মার্টফোন, ফেইসবুকে মনযোগী না হয়ে বই পড়ার কোন বিকল্প নেই বলে মনে করেন সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। আজ দুপুরে অন্বেষা মৌলভীবাজার কর্তৃক এসএসসি ও এইচএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি আব্দুল কাদির মাহমুদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইয়াসমিন হক, অধ্যাপক সৈয়দ মুহিবুল আমিন, অধ্যাপক ড. ফজলুল আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আশরাফুল ইসলাম প্রমুখ।

    অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ চারশত আটানব্বই জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।