ফ্রান্সের তুলুজে পহেলা বৈশাখ উদযাপন

    1
    505

    আমারসিলেট24ডটকম,০১মে,আবুতাহিরঃ বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজেরউদ্যোগে ফ্রান্সের তুলুজে পহেলা বৈশাখ উৎযাপন করলো তুলুজের প্রবাসীবাংলাদেশীরা।বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজের সাংগঠনিক সম্পাদক এহসানআহমদ ঠিপু ও শওকত হোসেইন বিপুর পরিচালনায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা ওবাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজের সভাপতি ফকরুল আকম সেলিম।

    তুলুজশহরের এক অভিজাত হলে আলোচনা সভায় প্রধান অতথির বক্তব্য রাখেন ফ্রান্সেনি্যুক্ত বাংলাদেশ রাষ্ট্রদুত এম শহীদুল ইসলাম,বিশেষ অতিথির বক্তব্য প্রদানকরেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ,তুলুজ সিটি মেয়রের বিশেষ প্রতিনিধিক্রিস্তফার,বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজের প্রধান উপদেষ্টা মোস্তফামিয়া,সাধারন সম্পাদক ওসমান হোসেইন মনির,সহ সভাপতি ফারুক আহমদ,সহ সভাপতিএস্কান্দার আলী ও প্রধান নির্বাচন কমিশনার সহ কমিউনিটির নেতৃবৃন্দ।

    বৈশাখেরএ অনুষ্টান উপলক্ষে বাংলাদেশী প্রবাসীদের বাড়তি সুবিধা প্রধানের লক্ষেফ্রান্সস্হ  বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের অদুরের এই শহরে দ্বিতীয় বারের মতকন্সুলার সেবা প্রধান করে।দুদিন ব্যাপি এ আয়োজনের সমাপনি দিনে বাংলাদেশরাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ছাড়া ও উপস্হিত ছিলেন বাংলাদেশ বিজনেসকনসাল্টিং এর চেয়ারম্যান কাজী এনায়েত উল্লাহ,বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনতুলুজের সভাপতি ফকরুল আকম সেলিম,সাধারন সম্পাদক ওসমান হোসেইন মনির,প্রধানউপদেষ্টা মোস্তফা মিয়া,দুতাবাস ফাষ্ট সেক্রেটারি ওলিউর রহমান,শওকত হোসেনবিপু,এহসান আহমদ ঠিটু সহ তুলুজ কমিউনিটির নেতৃবৃন্দ।এ সময় রাষ্ট্রদুত তুলুজপ্রবাসীদের আশ্বস্হ করে বলেন তুলুজে দুতাবাসের পক্ষ থেকে সর্বোচ্চ মানের ওনিয়মিত সেবা প্রদানের চিন্তা করা হচ্ছে।​

    অনুষ্টানে বিশেষ আকর্ষনীয় ছিল তুলুজের  মহিয়সি রমনিদের তৈরি বিভিন্নস্বাধের দেশিয় পিঠা।২য় পর্বে স্বপন,জাকের ও ডালিয়ার উপস্হাপনায় লন্ডনেরজনপ্রিয় শিল্পি শিরিন,সাজ্জাদ মিয়া,রায়হান ও প্যারিসের আরিফরানা,কুমকুম,শিউলি,দীপক,ভিকি,রবিন,মিষ্টি,বৃষ্টি ও স্হানীয় শিল্পিদের উপস্হিতিতে মনোগ্গ সাংস্খৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।