ফেনীতে জামায়াত অফিসসহ সুপার মার্কেটে আগুনঃক্ষতি ৩কোটি

    0
    222

    আমারসিলেট24ডটকম,১ডিসেম্বরঃ ফেনীতে জেলা জামায়াত অফিসসহ জেলার বৃহত্তম নির্মাণ সুপার মার্কেটে আগুন দিয়েছে। শনিবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টায় ফেনী শহরের খাজুরিয়া এলাকায় নির্মাণ সুপার মার্কেটে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এতে দোকানের সকল প্রকার নির্মাণ সামগ্রী পুড়ে ভস্মিভূত হয়ে যায়। রড, সিমেন্ট, ইলেকট্রিক সরাঞ্জাম, টিভি, ফ্রিজসহ প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন সরকার জানান, রাত দু’টার দিকে মার্কেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনে জামাল ব্রেডের কারখানা, রাহাত অটো সেন্টারসহ আশ-পাশের ঘরবাড়ি পুড়ে যায়।একই সময় শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত অফিস দারুল ইসলাম সোসাইটিতে আগুন দিয়েছে তারা।জেলা জামায়াতের সাধারণ সম্পাদক একেএম সামছুদ্দীন জানান, রাত আড়াইটায় ছাত্রলীগ-যুবলীগকর্মীরা অফিসের মূল ফটক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় অফিসে থাকা একটি মাইক্রো ও ৮ টি মোটর সাইকেলসহ অফিসে  লাগিয়ে দেয়।

    ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গির আলম জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ধরা হয়েছে। তবে এর পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

    উল্লেখ্য,ফেনী ছাত্র লীগ  ও আওয়ামীলীগ  দাবী করছে জনগন জামাত শিবিরের জ্বালাও পুরাওয়ে   অতিষ্ঠ হয়ে রাতের আঁধারে এ অপকর্ম করেছে।