ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের বাজেট ঘোষনা

    0
    218

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১জুলাইঃ ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন এই বাজেট পেশ করেন। বাজেটে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২ কোটি ৫১ লক্ষ ৭৯ হাজার  ৪৫৮ টাকা। এর মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা ১ কোটি ১ লক্ষ ৫৯ হাজার ৭৪০ টাকা এবং উন্নয়ন তহবিলের লক্ষ্য ১ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৭১৮ টাকা। বাজেটে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা হলরোমে আয়োজিত  উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।

    বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাাহী কর্মকর্তা হুরে জান্নাত,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান  জাহানারা বেগম শ্যামা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শওকত আলী, ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত, ঘিলাছড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আশরাফ বাবুল, উপজেলা প্রকৌশলী জিহান আল তুহিন, কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, উপজেলা মৎস্য কর্মকর্তা মো:শফিকুল ইসলাম ভুইয়া, পিআইও বাধন কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, বিআরডিবির কামাল আহমদ।

    উন্মুক্ত বাজেট আলোচনায় বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল  ভাস্কর রঞ্জন দাস,মাইজগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, সাংবাদিক মামুনুর রশীদ, সাংবাদিক তাজুল ইসলাম বাবুল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: শহিদুজ্জামান, মাইজগাঁও বাজার ব্যবাসায়ী এহসানুর রহমান ইরাক, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সহ সভাপতি আতিকুল ইসলাম মিঠু প্রমুখ।