ফিলিস্তিনে দখলদার ইসরাইলের বর্বর হামলা ও আগ্রাসন স্থায়ী সমাধানের দাবী সমাবেশ

0
608
ফিলিস্তিনে দখলদার ইসরাইলের বর্বর হামলা ও আগ্রাসন স্থায়ী সমাধানের দাবী সমাবেশ
ফিলিস্তিনে দখলদার ইসরাইলের বর্বর হামলা ও আগ্রাসন স্থায়ী সমাধানের দাবী সমাবেশ

নুরুজ্জামান ফারুকীঃ আজ শনিবার (২২ মে) সকাল ১১ টায় ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক কার্যালয় সম্মুখে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইলের বর্বর হামলা, নারকীয় হত্যাযজ্ঞ ও আগ্রাসন স্থায়ী সমাধানের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন, আইন সহায়তা কেন্দ্র (আসক), বিবি আছিয়া ফাউন্ডেশন, বি ত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, আইডিয়াল ওয়েলফেয়ার সোসাইটিসহ বিভিন্ন সংগঠন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর সিনিয়র সহ-সভাপতি জনাব মো: রেজাউল করিম।

বক্তব্য রাখেন,সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেয মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী, মাওলানা এহসানুল হক মুজাদ্দেদী, কৃষিবিদ ড. আজাদুল হক, যুগ্ম সম্পাদক জনাব তানভীরুল ইসলাম, মো: কাওছার মিয়া, মিয়াজী পাপন, হারুন-অর-রশীদ, বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: মনির হোসেন, আসক প্রতিনিধি মো: আল-আমিন।

সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরাইলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমানদের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে এবং সাধারণ মানুষদের স্থাপনায় ধ্বংসযজ্ঞের মত যে সকল কর্মকা- চালিয়েছে, তা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানায়। এ অবস্থায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা সাধারণ একটি বিবৃতি দানেও ব্যর্থ হয়েছে। অন্যদিকে জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ অন্যান্য মোড়ল দেশগুলোও নামে মাত্র নিন্দা প্রস্তাব দিয়ে দায় সারিয়েছে। যখনই মুসলিমবিশ্ব ইসরাইলের নারকীয় হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে প্রস্তুত ঠিক তখনই সন্ত্রাসী ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করেছে। যা কোনো স্থায়ী সমাধান নয়। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সহ দক্ষিণ এশিয়ার সকল মানবাধিকার কর্মীদের প্রত্যাশা হলো মুসলিম বিশে^র নেতৃবৃন্দ অতি শীঘ্রই ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার চলমান বিরোধ নিরসনে স্থায়ীভাবে কার্যকরী পদক্ষেপ নিবে।