ফারুকী হত্যা মামলার প্রতিবেদন ২৩ মে ধার্য

    0
    499

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১এপ্রিল,ডেস্ক নিউজঃ  বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক ও সুপ্রিম কোর্ট মসজিদের খতিব এবং বাংলাদেশ ইসলামী  ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ মে ধার্য করেছে আদালত।

    আজ বুধবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরশেদ আলী মণ্ডল প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক করেন।
    ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে ১৭৪ পূর্ব রাজাবাজারের দোতলা বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতেই তার হাত বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।