প্রিয় নবী (দঃ)-র রওযা শরীফের ভিতরের ছবি নিয়ে বিভ্রান্তি!

    0
    306

    আমারসিলেট24ডটকম,অক্টোবর,মোহাম্মদ জাহিদ হাসান গত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে, নূরে মুজাস্‌সাম, সরকারে কায়্যিনাত রসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’র পবিত্র রওযা শরীফের ছবি নিয়ে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।সামাজিক যোগাযোগের মাধ্যমও সকল প্রকার ইন্টারনেট থেকে শুরু করে মার্কেটে বা দেয়ালে-পোস্টারগুলো টাঙ্গিয়ে রাখা বা বিক্রয় করা হয় সেখানেও দেখা যাচ্ছে একই অবস্থা। এমনকি বিজ্ঞ ওলামায়ে কেরামের অনেক সমর্থন কারীরাও না জেনে-না বুঝে রওযা পাকের নামে ছবি প্রচার করে বিভ্রান্তির শিকার হচ্ছে। তাই পরিস্থিতির কথা চিন্তা করে, প্রমাণ সাপেক্ষে-সঠিক তথ্য সম্বলিত এই লেখার আয়োজন।

    যাদের মদীনা মুনাওয়ারায় মসজিদে নববীতে হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওযা শরীফ যিয়ারত করার সৌভাগ্য হয়েছে, দেখবেন যে তারা বলে থাকেন- রওযা শরীফের ভিতরের দৃশ্য দেখার অনুমতি নেই আর ছবি তোলা তো দূরের কথা ! তবে হ্যাঁ তথ্য-প্রযুক্তির এই যুগে স্মার্ট ফোনের সাহায্যে অনেকেই রওযা শরীফের দেয়ালের বাইরে থেকে ছবি বা ভিডিও নিয়ে তা ইউটিউব, ফেইসবুক, টুইটারসহ অন্যান্য অনেক সাইটে পোস্ট করে থাকেন। কিন্তু রওযা শরীফের ভিতরের দৃশ্য নয়!

    তবে যে বিষয়টার উপর আলোকপাত করা হচ্ছে তা হল, গত কয়েক বছর ধরেই একদল সাধু-অসাধু লোকজন জেনে বা না জেনে হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র রওযা মোবারকের ভিতরের দৃশ্য সামাজিক প্রচার মাধ্যমে শেয়ার করতে গিয়ে অন্য দু’জন ব্যক্তির মাজার শরীফের (ভিতরের দৃশ্যের) ছবি প্রচার করছেন যা নিতান্তই দুঃখজনক ও আশঙ্কাজনক।কারণ যে রওযা মোবারক প্রিয় নবীর(দঃ) নহে তাহাকে প্রিয় নবীর(দঃ) –র রওযা মোবারক বলে ইচ্ছায় বা অনিচ্ছায় প্রমাণ করতে চেষ্টা করা শরিয়া অনুযায়ী গর্হিত কাজ।এতে প্রিয় নবীর(দঃ) –র উপর এলজাম আসে যা আদৌ কাহার ও কাম্য নয়।

    যে দুটো মাজার শরীফের (ভিতরের) দৃশ্য ভুল ভাবে প্রচার করা হচ্ছে, তাদের একটি মূলত খলীফা হযরত উসমান গাজীর মাজার শরীফের ভিতরের দৃশ্য। উসমান গাজী ছিলেন উসমানী খিলাফতের (১২৮৮-১৯২৪) প্রথম সুলতান। আর অপর ছবিটি হযরত আল্লামা জালালউদ্দীন রুমী (রঃ) –র পবিত্র মাজার শরীফের দৃশ্য। কোন কোন অসাধু লোক এ কথাও প্রচার করছে যে, এটা অত্যন্ত দুর্লভ ছবি যা স্বয়ং হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’র পবিত্র রওযা শরীফেরই ভিতরের দৃশ্য ! নাউযুবিল্লাহ

    আসলে আমাদের মধ্যে (ইন্টারনেট ব্যবহারকারীদের) খুব কম লোকেরই সৌভাগ্য হয় মসজিদে নববীতে গিয়ে হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’র পবিত্র রওযা শরীফ স্বচক্ষে দেখার, আর সেই সুযোগ নিয়ে কিছু অসাধু লোক অন্যদের মাজারের ছবি ইন্টারনেটে শেয়ার করে মুসলিম জন-সাধারণকে বিভ্রান্তিতে ফেলছে।

    নকল/ভুল ছবি যে প্রচার করা হচ্ছে- এ সম্পর্কে বিস্তারিত লিংক দেখুনঃ

    Link 1: http://islamgreatreligion.wordpress.com/2009/07/02/fake-tomb-pictures-of-prophet-muhammad-pbuh/
    Link 2. http://www.amazonintl.in/forum/index.php/topic,14592.0.html
    Link 3. http://craftsman-saqib.blogspot.com/2010/11/secrets-of-roza-e-rasool-pbuh.html

    উক্ত মাজার শরীফ দ্বয়ের ছবি যে খলীফা উসমান গাজী এবং মাওলানা জালাল উদ্দীন রুমী (রঃ) দু’জনেরই – তার প্রমাণ ‘গুগল ইমেইজ সার্চে’ দেখুন।

    Link 1. খলীফা উসমান গাজীর মাজারের ছবি)
    https://www.google.com.bd/search?q=osman+ghazi+roza&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=6XuqU4TTD8-JuAScsILoDw&ved=0CCcQsAQ&biw=922&bih=558

    Link 2. (হযরত জালালউদ্দীন রুমী (রঃ)-র মাজারের ছবি)
    https://www.google.com.bd/search?q=tomb+jalaluddin+rumi&source=lnms&tbm=isch&sa=X&ei=ifiqU5-QFdO9uASav4DwCA&ved=0CAYQ_AUoAQ&biw=922&bih=558

    অতএব, বুঝা গেল, হুযুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর রওযা পাকের ভিতরের দৃশ্য ব্যাপকভাবে প্রচারিত রওযা শরীফ গুলোর দৃশ্যের সাথে কোনভাবেই মিলে না

    উল্লেখ্য,এর মানে এই নয় যে, ইন্টারনেটে পবিত্র রওযা পাকের সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’র কোন ছবিই নেই। বরং রওযা পাকের ভিতরের দৃশ্যের যতগুলো ছবি পাওয়া যায় তার সবগুলোতেই হয় রওযা মোবারক সোনালী কারুকার্য-খচিত গেট/দেয়ালের আড়ালে না হয় বিস্তৃত ও পবিত্র চাদর মোবারক দিয়ে আচ্ছাদিত।এরকম কিছু ছবি দেখতে এখানে ভিজিট করুনঃ
    http://driqbalphotos.blogspot.com/2014/02/inside-view-of-roza-e-rasoolsaw.html

    আমাদের একটা বিষয় জেনে রাখা দরকার যে, হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওযা মোবারক নিয়ে কথা হচ্ছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। বিন্দুমাত্র ভুলের দরুন ফিতনা-ফ্যাসাদ ছড়িয়ে যেতে পারে। তাই আমাদের উচিত পুরোপুরি নিশ্চিত না হয়ে ছবি প্রচার,প্রকাশ,শেয়ার,লাইক, প্রিন্ট না করা এবং প্রয়োজনে যিয়ারত করেছেন এমন কারও সাহায্য নিয়ে সঠিক তথ্য জানা বা সম্ভব হলে নিজেই যিয়ারত করে হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’র মুহব্বত ও রুহানী ফয়েজ হাসিল করা।