প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকবে নাঃগণশিক্ষা মন্ত্রী

    0
    198

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫মার্চ,আলী হোসেন রাজন মৌলভীবাজার জেলা প্রতিনিধি:প্রাথমিক বিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি শিশুদের প্রকৃত মানুষ বানাবে। ২০১৭ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট থাকবে না । আর ২০১৮ সালের জানুয়ারির মধ্যে থাকবে না জরাজীর্ণ ভবন। মৌলভীবাজারে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো: মোস্তাফিজুর রহমান এসব কথা বলেছেন।
    ১৪ মার্চ  বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ বোরহান উদ্দিন (র:) ইসলামী সোসাইটির উদ্যোগে মেধা যাচাই প্রতিযোগীতার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, পুলিশ সুপার  মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমান।  মেধা যাচাই প্রতিযোগীতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে দশম শ্রেণির ১০৪ জন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
    এ সময় মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন কোন শিশু যেন ফাঁকির শিকার না হয় সে দিকে সচেতন হতে হবে। মানসম্মত শিক্ষা দানের লক্ষ্যে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।