প্রযুক্তিও কর্মবান্ধব শিক্ষায় প্রজন্মকে গুরুত্ব দিতে হবে

    0
    235

    আমার সিলেট  24 ডটকম,৩১অক্টোবর,জসীম উদ্দিনবিশিষ্ট অর্থনীতিবিদ রূপালী ব্যাংকের চেয়ারম্যান বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক ড. আহমদ আল-কবির বলেছেন, শুধু গতানুগতিক শিক্ষা নয়, আধুনিক প্রযুক্তি নির্ভর কর্মবান্ধব শিক্ষা অর্জনে নতুন প্রজন্মকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, কর্মমুখি শিক্ষা একদিকে যেমনি একজন ছাত্র বা ছাত্রীকে দ্রুত কর্মসংস্থানের সুযোগ করে দিবে, অন্যদিকে ব্যক্তি, সামাজিক এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে। এক্ষেত্রে তিনি অভিভাবকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

    তিনি বুধবার দুপুরে কানাইঘাট উপজেলার গাছবাড়ি মডার্ণ একাডেমি আয়োজিত ওয়েলফেয়ার ফান্ড এর বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডার্ণ একাডেমির পরিচালনা কমিটির সভাপতি ওলিউর রহমান। সমাজকর্মী এখলাছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে ড. আহমদ আল-কবির আরো বলেন, বাংলাদেশ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। বিগত ৫বছরে মানুষের মাথাপিছু আয় আগের তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ খাতে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে। মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, দেশে দারিদ্রতা লাঘব হয়েছে।

    মানুষ এখন সুখ-স্বাচ্ছন্দ্যে আছে, বাংলাদেশ এখন বিশ্ব দরবারে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চাই। তিনি বলেন, ডিজিটাল কথাটি নিয়ে একসময় মানুষের কাছে কৌতুহল, স্বপ্ন ছিলো, বর্তমান সরকার ডিজিটাল সেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। অত্যন্ত কমসময়ে বাংলাদেশে ডিজিটাল বিপ্লব বর্তমান
    সরকারের অন্যতম সাফল্য বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, গাছবাড়ী মডার্ণ একাডেমি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, ঝিংগাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলে হক, যুবনেতা নাজিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ।
    শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাদিয়া বেগম। মানপত্র পাঠ করেন মাছুমা বেগম। অনুষ্ঠানের সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্তিকের সেক্রেটারী শামীম আহমদ, রাজনীতিবিদ এডভোকেট আফসর আহমদ, মাছুম বিল্লাহ চৌধুরী।