প্রবীণ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থা স্থিতিশীল

    0
    228

    আমারসিলেট24ডটকম,২০জানুয়ারীঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেটের প্রবীণ রাজনীতিবিদ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল নয়টার দিকে ল্যাবএইড হাসপাতাল কতৃপক্ষ এ তথ্য জানান। ল্যাবএইড হাসপাতাল কতৃপক্ষ আজ সকালে জানায়, সুরঞ্জিত সেনগুপ্তের রক্তচাপ বেড়ে গিয়েছিল। তাঁর বুক ধড়ফড় করছিল। চিকিত্সক সোহরাবউজ্জামানের তত্ত্বাবধানে আছেন তিনি। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

    গতকাল রবিবার রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এপিএম সোহরাবউজ্জামানের তত্ত্বাবধানে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

    গতকাল কামরুল হক জানান, বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থীদের সাক্ষাত্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সেখানে তিনি একটু অসুস্থবোধ করলে বাসায় ফিরে যান। পরে আরও বেশি অসুস্থবোধ করায় রাত ১০টার দিকে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।