প্রবাসী রোটারিয়ান খসরুর সাথে ফ্রেন্ডশীপ পাবলিক স্কুলের মতবিনিময়

0
446
প্রবাসী রোটারিয়ান খসরুর সাথে ফ্রেন্ডশীপ পাবলিক স্কুলের মতবিনিময়
প্রধান অতিথি আমেরিকা প্রবাসী রোটারিয়ান আব্দুল গফ্ফার চৌধুরী খসরুকে বরণ ৷

রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে নব প্রতিষ্টিত ফ্রেন্ডশীপ পাবলিক স্কুল পরিদর্শন ও পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তিত্ব জৈন্তা মায়ের সন্তান রোটারিয়ান আব্দুল গফ্ফার চৌধুরী খসরু ৷

৩০ অক্টোবর শনিবার দুপুর ১টায় ফ্রেন্ডশীপ পাবলিক স্কুল পরিদর্শনে আসেন এসময় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা শুভেচ্ছা জানান ৷ পরিদর্শন শেষে বিদ্যালয় হল রুমে হোসেন আহমদ বিএসসি স্যারের সভাপতিত্বে ও মাহবুবুল আলম সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী রোটারিয়ান আব্দুল গফ্ফার চৌধুরী খসরু ৷ আরও বক্তব্য রাখেন মুজ্জমীল হেলালী, নুরুল আমিন, বাবুল আহমদ ভান্ডারী,  ডাক্তার মুহিবুল হক, লেলিন পোদ্দার, সুরঞ্জিত দেব চৌধুরী, মামুনুর রশিদ মামুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ সুফিয়া বেগম ৷ 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রিংকু লাল, কবির আহমদ, বেলাল আহমদ, মনিরুজ্জামান, মোহাম্মদ সামসুদ্দিন, শিক্ষক সুলতান আহমদ, সাকিরা বেগম ৷

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বিদ্যালয়টি শুরু হতে আধুনিক সকল সুবিধা নিয়ে নিজস্ব ভবনে প্রাথমিক স্তর হতে যাত্রা শুরু করে এজন্য পরিশ্রম ও অর্থ বিনিয়োগ করতে হয়েছে ১৯৯৬ ব্যাচের একঝাঁক তরুনদের হাতে গড়া ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন ৷ তারা এলাকায় আধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রতিষ্টান প্রতিষ্টা করেছেন যাহা ইতোপূর্বে কেউ প্রতিষ্টা করা সম্ভব হয়নি ৷

উপজেলার প্রাণকেন্দ্র দরবস্ত এলাকায় প্রাকৃতিক মনোরম ও কোলাহল মুক্ত পরিবেশে প্রতিষ্টানটি গড়ে তোলায় আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷ সেই সাথে আমি বিদ্যালয় শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা বিস্তারে সর্বাত্মক সহযোগিতা করে যাব ৷ পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় সহায়তার জন্য ১টি ল্যাপটপ কম্পিউটার প্রদান করেন৷