প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার উপপ্রধানমন্ত্রীকে নিয়ে রূপপুর

    0
    210

    ডেস্ক নিউজঃ পাকশীতে অবস্থিত রূপপুর পারমাণবিক প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কাজের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার পাবনা যাচ্ছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী (প্রতিরক্ষা ও মহাকাশশিল্প) ইউরি ইভানোভিচ বরিসভ।

    রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। পাবনাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত পাবনা-মাঝগ্রাম রেলপথের উদ্বোধনও করবেন শেখ হাসিনা।

    তাছাড়া এদিন প্রধানমন্ত্রী পাবনার প্রায় অর্ধশত উন্নয়নমূলক কাজ উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে ৩১টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ১৮ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। পরে জেলা আওয়ামী লীগ আয়োজিত পাবনা পুলিশ লাইনস মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

    দুপুর ১২টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ফার্স্ট কংক্রিট পোরিং অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল পৌনে ৩টায় পাবনার পুলিশ লাইনস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভার শুরুতে প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা।