প্রধানমন্ত্রীর সাথে তারানকোর পূর্ব নির্ধারিত বৈঠকটি হচ্ছে না

    0
    215

    আমারসিলেট24ডটকম,১১ডিসেম্বরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর পূর্ব নির্ধারিত দ্বিতীয় দফার বৈঠকটি হচ্ছে না। আজ বুধবার বিকাল ৪টায় গণভবনে এ বৈঠকটি হবার কথা ছিল। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের কাছে এ তথ্য প্রধান করেছেন।

    উল্লেখ্য,দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে গত শুক্রবার ঢাকায় আসেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব তারানকো। তারানকোর সিরিজ বৈঠক আর মধ্যস্থতার কারণেই দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বহুল কাঙ্খিত বৈঠক হয়।

    পাঁচদিনের সফরসূচি নিয়ে আসলেও মঙ্গলবার হঠাৎ করেই এসময় একদিন বাড়ানো হয়। পরিবর্তিত সফরসূচি অনুযায়ী আজ বুধবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠক এবং বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে দুটি কর্মসূচি বাতিল করেই তারানকো ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।