প্যারিসে বিশেষ  আয়োজনে “মনভাসির টান”

    0
    198

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মার্চ,আবু তাহির  ,ফ্রান্স থেকেঃ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্যারিস প্রবাসী বাংলা সাহিত্যপ্রেমীদের উদ্যোগে ফ্রান্সের প্যারিসে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও কবিতা আসর “মনভাসির টান” অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় স্থানীয় লাকরনভ এলাকার একটি হলরুমে এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলেন ফ্রান্স প্রবাসি বাংলাদেশের প্রখ্যাত কবি রবি শঙ্কর মৈত্রী।

    তারিক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরী  হযরত আলী খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজকদের অন্যতম সংগীত শিল্পী ,কবি সোমা দাস , বিভা রানী বিশ্বাস ।

    অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশন করেন,পুজা দাশ,মল্লিকা দাস ও পাপিয়া দাস। সঙ্গীত পরিবেশন করেন, প্যারিসের জনপ্রিয় কন্ঠ শিল্পী সোমা দাস, শিল্পী দাস, অলোকা বড়ুয়া, দিপক দেবনাথ,পুজা দাস,পাপিয়া দাস।

    অনুষ্ঠানের কবিতা আসরে কবিতা আবৃত্তি করেন, কবি রবি শঙ্কর মৈত্রী, কাউন্সিলর হযরত আলী খান, কবি নুর হাসনাত পলাশ, প্রকাশ বিশ্বাস কিশোর,খান নিপুন, গোলাম মুরশেদ,কবি মোস্তফা হাসান, সোমা দাস, তারিক হাসান, নাজমা আহেমদ নিঝুম, এবং পুথি পাঠ করেন, জনপ্রিয় পুথি শিল্পী কাব্য কাম্রুল।

    অনুষ্ঠানের শুরুতেই কবি রবি শঙ্কর মৈত্রীকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরন করেন বাঙ্গালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব দীপঙ্কর রায় করুনা,অজয় দাস এবং পরিমল দাস বিমল। মুলত যারা এই অনুষ্ঠান আয়োজন করেন তারা হলেন , সোমা দাস,শিল্পী দাস, অলোকা বড়ুয়া,তারিক হাসান,বাপ্পী বাহার শামীম, বিভা রানী দাস, সঞ্জিব ,গীতন চৌধুরী,জোতিশ দেবনাথ। প্যারিসে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসি অনুষ্ঠানটি উপভোগ করেন।