পুলিশ পরিচয়ে শ্রীমঙ্গলে রাতের আধারে চাঁদাবাজির অভিযোগ

0
620
পুলিশ পরিচয়ে শ্রীমঙ্গলে রাতের আধারে চাঁদাবাজির অভিযোগ
পুলিশ পরিচয়ে শ্রীমঙ্গলে রাতের আধারে চাঁদাবাজির অভিযোগ

নূর মোহাম্মদ সাগর,শ্রীমঙ্গল (মৌলবভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গলে আশিদ্রোন ইউনয়নের টিকরিয়া গ্রামে রাতের অন্ধকারে বিভিন্ন যানবাহন আটক করে পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
শনিবার (৩ জুলাই ২০২১ ) রাত সাড়ে ৮ টায় আশীদ্রোনের টিকরিয়া সড়কের বেগম রাছুল জান উচ্চ বিদ্যালরয়ের শিক্ষক সুশান্ত দেবনাথ এর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, পুলিশ পরিচয় দিয়ে গতরাতে বিভিন্ন যানবাহন ও পথচারীদের থামিয়ে হাতিয়ে নেয় নগদ টাকা। এসময় আমরা স্থানীয় কয়েকজন তাদের জিজ্ঞাসা করলে তারা নিজেদের পুলিশ বলে দাবী করে। তখন তাদের সাথে পুলিশের ওয়্যারলেস ও হ্যান্ডকাপ থাকায় আমরা পুলিশ ভেবে ভয়ে কিছু বলিনি।
স্থানীয় এক যুবক নাজমুল জানান, “এসময় আমার সন্দেহ হলে আমার পরিচিত শ্রীমঙ্গল থানার এএসআই সরোয়ার স্যারকে ফোন দেওয়া হলে এএসআই সারোয়ার বলেন,সাদা পোষাকে পুলিশের কোনো চেক পোস্ট বসেনি। পরে আমরা তাদের চাঁদাবাজ বলে ধরতে দাওয়া করলে টের পেয়ে তারা পালিয়ে যায়।”

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ইউপি সদস্য আব্দুল আহাদকে ঘটনাটি জানালে আব্দুল আহাদ রাতেই শ্রীমঙ্গল থানায় এসে ঘটনাটি পুলিশকে জানান। এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আব্দুল আহাদ বলেন,‘ফোনে আমি খবরটি পাওয়ার পর তাৎক্ষণিক শ্রীমঙ্গল থানায় আসি। এসে সকল ডিউটিরত পুলিশ সদস্যদের সাথে যোগাযোগ করে খবর নেই। এ সময় পুলিশ জানায় “এরা পুলিশের কোনো সদস্য নয়।”’
এবিয়য়ে শ্রীমঙ্গল থানার এএসআই সারোয়ার বলেন, ‘কেউ আমাকে কোন ফোন করেনি গত রাতে আমার ডিউটি শহরে ছিল।’
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন,আশিদ্রোন টিকরিয়া এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। ঐ এলাকায় একটা মারামারি ঘটনা ঘটলে দুইপক্ষকে থামাতে পুলিশ সেখানে যায়। ডাকাতি হয়েছে বলে কোথাও আমরাও জানি না,আমাদের কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নিব।