পুলিশের জন্য নতুন কর্পোরেট সিম, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা

    0
    256

    পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য নির্ধারিত কর্পোরেট নাম্বার এর বিকল্প নেই। দেশের সচেতন মহল দীর্ঘদিন ধরেই এর অভাব অনুভব করে আসছিলেন, বিলম্ব হলেও বাংলাদেশ পুলিশের আইজি’র নির্দেশনাক্রমে এবং গ্রামীন ফোনের কার্যকরী ব্যবস্থা গ্রহনের পর, সম্পুর্ণ নতুন সিরিজের এই কর্পোরেট মোবাইল নম্বর আগামী ০১ অক্টোবর ২০২০ তারিখ থেকে ব্যবহ্নত হবে। তারই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই ঢাকা রেন্জাধীন সকল ইউনিটে নতুন সিম-কার্ড বিতরণ করা হয়।

    ১৯/০৯/২০২০ খ্রি: তারিখ বাংলাদেশ পুলিশের জন্য গ্রামীণফোনের নতুন মোবাইল সীম সংক্রান্তে ফোকাল পয়েন্ট অফিসারদের করণীয় সম্পর্কে ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক‌টি সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম-বার, পিপিএম-বার।

    নতুন মোবাইল নম্বরগুলো শীঘ্রই জনসাধারণসহ সকলের জ্ঞাতার্থে উন্মুক্ত ও প্রচার করা হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।