পুটখালী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক

    0
    237

    বেনাপোল প্রতিনিধি : শুক্রবার সকালে পুটখালীর বারপোতা গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ২৮০ পিস শাড়ি ও ৬ হাজার ৫শ’ পিস চশমা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা-২১ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান, নিজস্ব সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান শাড়ি ও চশমা এনে বেনাপোল থানার অধীনস্থ বারপোতা গ্রামের একটি মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি ও চশমা আটক করেন।

    আটক মালামালের আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ ১০ হাজার টাকা সিজার দেখিয়ে বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।