পীরগঞ্জে ফসলী জমিতে নতুন ইটভাটা,কৃষকরা আতঙ্কে !

    0
    204

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৭মে,গীতি গমন চন্দ্র রায়,পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের নিকটবর্তী এলাকা পীরগঞ্জ-বীরগঞ্জ রোডের উত্তরে গুয়াগাঁও কান্দরে এক প্রভাবশালী ব্যক্তি ফসলী জমির উপর প্রশাসনের অজান্তেই ইটভাটার নির্মাণ কার্য্য চালাইতেছেন নতুন আঙ্গিকে। জানা যায়, পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া গ্রামের আকবর আলী নামে এক বিত্তশালী ব্যক্তি উক্ত এলাকায় নতুন ভাটা নির্মাণ কাজ করছেন।

    এ বিষয়ে গুয়াগাঁও কান্দরে পর্যবেক্ষণে দেখা যায় পাশাপাশি ৫টি ভাটার কার্যক্রম চলছে। ঐ এলাকার ধান,গম, ভূট্রা,বাগান, ফসলী জমি আবাদী কৃষকেরা জানায় আমাদের এই কান্দরে আর বুঝি ফসল ফলানো যাবেনা। যেভাবে একের পর এক ইটভাটা নির্মাণ হচ্ছে মনে হয় গুয়াগাঁও কান্দরে কোন আবাদী জমি থাকবে না।

    সমস্ত কান্দর ইটভাটায় পরিণত হবে বলে কৃষকেরা জানায়। ঐ এলাকার আবাদী জমির মালিক ও কৃষকেরা ঐ নতুন ইটভাটা নির্মাণ কাজ বন্ধের জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।