পীরগঞ্জে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তার অনিয়ম!

    0
    209

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৩মে,গীতিগমন চন্দ্ররায় পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ আসিয়া রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম দূর্নীতি স্বাক্ষর জালিয়াতি ভূয়া সদস্যের মাঝে ঋণ বিতরণ করিয়া ফাউন্ডেশনের টাকা আত্মসাৎ করিয়া আসিতেছেন। জানা যায়, পীরগঞ্জ উপজেলার ৮টি কেন্দ্রে ৩২জন ভূয়া সদস্য দেখাইয়া ৫ লক্ষ ৪৩ হাজার টাকা লোন বিতরণের অনিয়ম ও সদস্যের স্বাক্ষর জালিয়াতি, ভূয়া সদস্যের নামে ঋণ বিতরণ দেখাইয়া ঐ টাকা নিজে আত্মসাৎ করিয়াছেন বলে অভিযোগ পাওয়া যায়।

    এসব কেন্দ্র গুলির মধ্যে উপজেলার কুশারিগাঁও ১২৭নং কেন্দ্রে-৫জন, জাবরহাট ১৫২নং কেন্দ্রে-৫জন, দক্ষিণ রঘুনাথপুর ৩৯ নং কেন্দ্রে-১জন, করণাই মাজা পাড়া-১৩৭নং কেন্দ্রে-১জন, নানুহার ১১৭নং কেন্দ্রে-১জন, নিয়ামতপুর মাজাপাড়া ১৮৪নং কেন্দ্রেসহ ইত্যাদি বিভিন্ন কেন্দ্রে ঠিকানা বিহীন ভূয়া সদস্যের নামে স্বাক্ষর জালিয়াতি করে ঋণ দেখিয়ে ঐ লোনের টাকা মোঃ আসিয়া রহমান (উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা) আত্মসাৎ করিয়াছেন বলে কেন্দ্র প্রদর্শনকালে জানা যায়।

    আরো জানা যায়, আসিয়া রহমানের বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করিলে হুমকী প্রদান করিয়া বলে ‘আমি তাহাকে দেখিয়া লইব’। উক্ত কেন্দ্রগুলোতে ঐসব সদস্যের জিজ্ঞাসা করে  জানিতে পারা যায় তাহারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন থেকে কোন ঋণ গ্রহণ করেন নাই । বিষয়টি জানা-জানি হইলে যেসব সদস্যের নামে স্বাক্ষর জালিয়াতি করে ঋণ উত্তোলন হয়েছে তাহারা দুশ্চিন্তাই মগ্ন হয়ে দিন কাটাচ্ছেন। এ নিয়ে পীরগঞ্জ উপজেলায় বেশ চা ল্যের সৃষ্টি হয়েছে।