পীরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ

    0
    311
    স্টাফ রিপোর্টারঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়ের বিরুদ্ধে অনিয়ম  দূর্নীতির বিরুদ্ধে বরাবর উপপরিচালক,  দূর্নীতি দমন কমিশন (দুদক),সমম্বিত অফিস, দিনাজপুরে অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগের প্রেক্ষিতে জানাযায় ২০১৭-১৮ অর্থ বছরে প্রকল্প কমিটি দাখিল ছাড়াই জাল সাক্ষর গ্রহণ পূর্বক এডিপির টাকা উত্তোলন,চৌকিদারী ট্যাক্স উঠানো পরবর্তী অবশিষ্ট ৭৩,২৫১/ টাকার হিসাব না দেওয়া,বনায়নের আওতায় কর্তনকৃত গাছ ইউপি অফিসে জমা হওয়া সত্বেও কোন ব্যবস্থা গ্রহণ না করা যাহা সংবাদপত্রেপ্রকাশিত, এছাড়াও চাপড়াগঞ্জসহ বিভিন্ন এলাকার গাছ ইউপি অফিসে জমা ও বিক্রির অনিয়ম এছাড়াও অনেক অভিযোগ রয়েছে বলে সদস্যরা জানান।
    ঐ ইউনিয়ন পরিষদের ৬ জন ইউপি সদস্য, অভিযোগকারী ইউপি সদস্য গন হলেন ১.তপন কুমার রায় সদস্য ৩ নং ওয়ার্ড ২. আমাসু রায় সদস্য ৮ নং ওয়ার্ড ৩. মোঃ শফিকুল ইসলাম সদস্য ৫ নং ওয়ার্ড ৪. মোছাঃ ইসপিয়ারা মহিলা সংরক্ষিত সদস্য ৬,৭,৮ নং ওয়ার্ড ৫. মনোরঞ্জন রায় সদস্য ৮ নং ওয়ার্ড ৬.শ্রী আসানন্দ রায় ৯ নং ওয়ার্ডের ভুক্তভোগী সদস্যরা গত ২৮/০১/২০১৯ দিনাজপুরের দূর্নীতি দমন কমিশন (দূদক) সমন্বিত অফিসে উপপরিচালক বরাবরে লিখিত  অভিযোগ দায়ের করলে ও এখনো পর্যুন্ত কোন সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার পাননি বলে ৮ নং দৌলতপুর ইউনিয়নের ভুক্তভোগী সদস্যরা সাংবাদিক কে জানান।
    এ বিষয়ে ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় কে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিক কে জানান ওটা গত বছরে অভিযোগ তুলেছিল এটুকুই জানি।