পিএসসি পরীক্ষার্থী ইয়াসমিনের বাড়ি ফেরা হলো না

    0
    263

    সানিউর রহমান তালুকদার,নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জে সমাপনী (পিএসসি) পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ইয়াসমিন আক্তার (১০) নামের এক শিশু শিক্ষার্থীর। গতকাল পৌনে দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুড়াগাঁও নামকস্থানে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারায় সে।

    নিহত ইয়াসমিন উপজেলার পানিউমদা ইউনিয়নের কুর্শা গ্রামের কুড়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওই এলাকার কাছন মিয়ার মেয়ে।
    জানা যায়, গতকাল রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে সমাপনী (পিএসসি) পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন ইয়াসমিন আক্তার। বাড়ি ফেরার পথে কুড়াগাঁও নামকস্থানে (অটোরিকশা) সিএনজি থেকে নেমে মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আশা একটি অজ্ঞাত মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসমিন মৃত্যু বরণ করে।

    এসময় স্থানীয় লোকজন মাইক্রোবাসের পেছনে ধাওয়া করলে ঘাতক চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেন।