পিআইবি মহাপরিচালক’র ইন্তেকালে রাষ্ট্রপতির শোক

    0
    262

    বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীরের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি আলহাজ্জ মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির এক শোকবার্তায় শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ”তার ইন্তেকালে সাংবাদিকতার অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো’।

    ওই শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ”শাহ আলমগীরের আদর্শ ও নৈতিকতা সংবাদকর্মীদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে”। রাষ্ট্রপতি মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এর আগে তার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বিশিষ্ট সাংবাদিক ও পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি গত ২১ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা এবং আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।