পানি গর্ত আর আবর্জনায় ভরপুর গাছবাড়ীর সড়ক

    0
    244

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবর,জসীম উদ্দীন কানাইঘাট থেকেঃ দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকার জনগুরুত্বপূর্ণ গাজী বুরহান উদ্দিন সড়কটি।গাছবাড়ী আইডিয়াল কলেজ থেকে বাজার পর্যন্ত পুরো সড়কের অবস্থা জরাজীর্ণ। কাদাযুক্ত পানি,উঠের পিঠের মত ভিট আর আবর্জনায় ভরপুর গর্তের মধ্য দিয়ে শত শত যানবাহন সহ স্থানীয় পথচারীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।বিশেষ করে এ সড়কে
    প্রতিনিয়ত অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা।গাছবাড়ী বাজারের পার্শ্বেই রয়েছে গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসা,গাছবাড়ী আইডিয়াল কলেজ,গাছবাড়ী মডার্ণ একাডেমী,ইউনাইটেড কিন্ডার গার্ডেন।এসব শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করেন।চল্‌টি বছরের প্রথম দিকে সড়কটি দ্রুত সংস্কারের
    দাবিতে গাছবাড়ীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনিদ্রিষ্ট কালের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসুচি পালন করলে এর এক পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসুচি স্থগিত করেন।এক পর্যায়ে সড়ক সংস্কারের  জন্য একটি বরাদ্দ আসলেও তা ছিল নিম্ন মানের,কয়েক গাড়ি বালু রাস্তায় ফেলে ।এলাকার হাজার হাজার জনসাধারণকে অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি দিতে জরুরী ভিত্তিতে জরাজীর্ণ এ সড়কটি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকার সর্বস্থরের জনগণ।