পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে কৃষকের মাঝে পাট বীজ বিতরণ উদ্বোধন

0
202

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধিঃ
পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইল সদর উপজেলার ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদ এর হল রুমে ২০২২-২৩ অর্থবছরে খরিপ/২০২৩-২৪ মৌসুমে পাট উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জনে তোষা পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে এ পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর,নড়াইল সদরের আয়োজনে এ কার্যক্রমের আওতায় সদর উপজেলার মোট ৬ হাজার জন কৃষককের মাঝে প্রত্যেককে ১ কেজি করে বিজেআরআই তোষা পাট-৮ এর বীজ বিনামূল্যে বিতরন করা হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সভাপতিত্বে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ,নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, জেলা প্রশাসকের কার্যালয় , নড়াইলের সহকারি কমিশনার সঞ্জয় ঘোষ , শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল রহমান জিয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান,সরকারি কর্মকর্তা,জেলা ,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগনসহ উপকারভোগি কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।