পাকিস্তানের দূতাবাসে বিএনপি মহাসচিবের গোপন বৈঠক

    0
    208

    ডেস্ক নিউজঃ  নির্বাচনের মাসে পাকিস্তানের দূতাবাসে বিএনপি মহাসচিবের ‘গোপন বৈঠক’ নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান। আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

    আব্দুর রহমান বলেন, গতকাল মনোনয়ন ভাগাভাগির মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের নয় মূল গাঁটছড়া জামায়াতের। বিএনপির মনোনয়ন বাণিজ্যের নেপথ্যে তারেক রহমান, মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা রাজনৈতিক দল নয় অপশক্তি। বিএনপি অপরাজনৈতিক শক্তি, তাই মনোনয়ন বাণিজ্য তাদেরই মানায়।

    আওয়ামী লীগের এই নেতা বলেন, আজ বিকেল নাগাদ জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হবে। আওয়ামী লীগের সকল বিদ্রোহী প্রার্থী আজকের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নেবে বলে তিনি জানান। ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী থাকবে না।