পাঁচ রাজাকারের সাজা কার্যকর দেখতে চান মৌলভীবাজারবাসী

    0
    384

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১০জানুয়ারী,আলী হোসেন রাজনঃএকাত্তরে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দক্ষিণখোলা গ্রামে গণহত্যার দায়ে তখনকার রাজাকার বাহিনীর দুজনকে মৃত্যুদ- এবং আরও তিনজনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এতে রাজনগর উপজেলার দক্ষিণখোলা গ্রামে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যার হোতাদের রায়ে শহীদ পরিবার ও এলাকাবাসী আনন্দিত দ্রুত সেই রায় কার্যকর দেখতে চান। ।
    এই কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তিতে মুক্তিযোদ্ধা, প্রগতিশীল আন্দোলন কর্মীসহ জেলার সকল শ্রেণিপেশার মানুষ আনন্দিত। সবার দাবি একটাই দ্রুত রায় কার্যকরের।
    রাজনগর উপজেলার দক্ষিণখোলা গ্রামে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যার অন্যতম দুই হোতা ইউনুছ আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরীর সর্বোচ্চ সাজা এবং মামলার অন্য তিনজন সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী ও মোবারক মিয়াকে আমৃত্যু কারাদ- দেন আদালত। এরমধ্যে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত দুজন কারাবন্দি আর বাকী বাকি তিনজন পলাতক।
    অভিযোগ গঠনের পর ২০১৬ সালের ১৩ অক্টোবর সর্বোচ্চ সাজাপ্রাপ্ত দুই অভিযুক্ত ইউনুছ আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরীকে রাজনগর থানা পুলিশ আটক করে।
    ২০১৬ সালের ৮ ডিসেম্বর এ মামলার পাঁচ আসামির বিচার শুরু করেন আদালত।