পরিবেশ সৃষ্টি হলে পর্যবেক্ষক পাঠানোর চিন্তা করবে ইইউ

    0
    267

    আমারসিলেট24ডটকম,২০ডিসেম্বরঃ আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে না। আজ শুক্রবার ইইউ এ সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি ক্যাথরিন এস্টোনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, অনেক প্রচেষ্টার উদ্যোগ নেয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন মনে করে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। এমনকি ব্যর্থ হযেছে সমপ্রতি জাতিসংঘের নেয়া উদ্যোগও। এ পরিস্থিতিতে নির্বাচন পর্যবেক্ষক মিশনের বিষয়টি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
    বিবৃতিতে বলা হয়, সব রাজনৈতিক দলের উচিত সহিংসতামূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা। সংস্থাটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক পছন্দকে সম্মান জানানো ও তাদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে কাজ করারও আহ্বান জানিয়েছে।
    বিবৃতিতে পরিস্থিতির উন্নতি হলে ইইউ পর্যবেক্ষক পাঠানোর বিষয় চিন্তা করবে উল্লেখ করে বলা হয়- স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে পর্যবেক্ষক পাঠানোর চিন্তা করবে ইউরোপীয় ইউনিয়ন।