পদ্মাসেতু মামলায় অভিযুক্ত বাংলাদেশীর আত্মসমর্পণ

    0
    237

    আমারসিলেট24ডটকম,০ডিসেম্বরঃ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি মামলায় অভিযুক্ত বাংলাদেশী ব্যবসায়ী জুলফিকার আলি ভুঁইয়া (৪৮) কানাডা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।মঙ্গলবার সকালে তিনি নিজে কানাডার আরসিএসপি ন্যাশনাল ডিভিশনে গিয়ে আত্মসমর্পণ করেন।
    তার বিরুদ্ধে বাংলাদেশে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পের কাজ পেতে এসএনসি লাভালিন গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কানাডার প্রকৌশলী প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের পদ্মা সেতু প্রকল্পে প্রায় ৩০০ কোটি ডলারের কাজে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল।এতে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পের কাজ পেতে এসএনসি লাভালিন গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে ষডযন্ত্র, ঘুষ ও দুর্নীতির সঙ্গে তিনি জড়িত। জুলফিকারের আইনজীবী ফ্রাঙ্ক এদেরিও বলেন, মামলায় লড়তে গত সপ্তাহের শেষান্তে জুলফিকার আলী কানাডায় আসেন। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতেই আদালতের শরণাপন্ন হয়েছেন। কানাডার আদালতে করা পদ্মা সেতুর মামলায় জুলফিকার আলী হচ্ছেন পঞ্চম অভিযুক্ত আসামি।