পঞ্চম ধাপে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ১০৩৪

    0
    198

    আমারসিলেট24ডটকম,০৩মার্চঃ চলমান উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে ৭৪ উপজেলায় ১০৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রবিবার ছিল এসব উপজেলার মনোনয়ন জমার শেষ দিন। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, চতুর্থ পর্বের উপজেলাগুলোয় চেয়ারম্যান পদে ৫৩২ জন, ভাইস চেয়ারম্যান ৪৯৭ জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩০৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।
    বাছাই ও প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত করে ভোট হবে ৩১ মার্চ। ইতিমধ্যে প্রথম পর্বের ৯৭ উপজেলায় ভোট হয়েছে ১৯ ফেব্রুয়ারি। এ পর্বের পীরগঞ্জ উপজেলার ভোট হবে হয় ২৪ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপের ১১৪ উপজেলা ভোট হয় ২৭ ফেব্রুয়ারি।
    এ পর্বের মহেশখালী উপজেলার ভোট হয় পহেলা মার্চ। তৃতীয় ধাপের ৮৩ উপজেলায় ভোট হবে ১৫ মার্চ। চতুর্থ ধাপের ৯৩ উপজেলায় ২৩ মার্চ ও পঞ্চম ধাপের ৭৪ উপজেলায় ৩১ মার্চ ভোটের সময়সূচি রয়েছে। দেশের ৪৮৭ উপজেলার বাকিগুলোয় মে মাসে করার পরিকল্পনা রয়েছে ইসির।