পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ফলাফল

    0
    225

    ডেস্ক নিউজঃ  পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের কয়েক ধাপের মধ্যে প্রথম ধাপের ৭৮টির  বেশিরভাগ উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭৮ উপজেলায় কিছু বিক্ষিপ্ত সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। অনিয়মের অভিযোগে ২৮টি কেন্দ্রে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বেশকয়েকজন নির্বাচনী কর্মকর্তাকে ভোটকেন্দ্র থেকে গ্রেফতার করা হয়েছে।

    গত ৩ ফেব্রুয়ারি প্রথমে ৮৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫জন, ভাইস চেয়ারম্যান ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৭জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা এবং নাটোরের সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান-এই তিন পদে জয়লাভ করেন বিধায় এখানে ভোট হবে না। প্রথম ধাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ছিলেন চেয়ারম্যান ২০৭ জন, ভাই চেয়ারম্যান ৩৮৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান ২৪৯ জন।

    রবিবার রাত ১০টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে নির্বাচনে বিজয়ীরা হলেন, রংপুর বিভাগের পঞ্চগড় সদর উপজেলায় চেয়ারম্যান আমিরুল ইসলাম, জয়পুরহাট সদর উপজেলায় চেয়ারম্যান এসএম সোলায়মাইন আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়),ভাইস চেয়ারম্যান (পুরুষ) অশোক কুমার ঠাকুর, ভাইস চেয়ারম্যান (মহিলা) ফারহানা রহমান বীথি, কেন্দুয়া উপজেলায় চেয়ারম্যান মো. নুরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোফাজ্জল হোসেন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান (মহিলা) সেলিনা বেগম সুমী। নাটোরের লালপুর উপজেলায় চেয়ারম্যান ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মনোয়ার হোসেন মনি, ভাইস চেয়ারম্যান (মহিলা) পারভীন আক্তার বানু। সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান মোখছেদুল মোমিন (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) আজমল হোসেন, ভাইস চেয়ারম্যান (মহিলা) সানজিদা বেগম লাকী। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ভোট স্থগিত। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান রিয়াজ উদ্দিন (আওয়ামী লীগ) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ভাইস চেয়ারম্যান (পুরুষ) এসএম নাসিম রেজানুর দীপু, ভাইস চেয়ারম্যান (মহিলা)

    অধ্যক্ষ হাসনা হেনা, শাহজাদপুর উপজেলায় চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) লিয়াকত হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ভাইস চেয়ারম্যান (মহিলা) এলিজা খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। জয়পুরহাট সদর উপজেলায় চেয়ারম্যান এসএম সোলায়মাইন আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) অশোক কুমার ঠাকুর, ভাইস চেয়ারম্যান (মহিলা) ফারহানা রহমান বীথি, পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) সোহরাব হোসেন মণ্ডল, ভাইস চেয়ারম্যান (মহিলা) রাজিনারা আক্তার টুনি। আক্কেলপুর উপজেলায় চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান (পুরুষ) জিয়াউল হক, ভাইস চেয়ারম্যান (মহিলা) রওশন আরা বুলবুলি, কালাই উপজেলায় চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) হেলাল উদ্দিন মোল্লা, ভাইস চেয়ারম্যান (মহিলা) সাবানা আক্তার ও ক্ষেতলাল উপজেলায় চেয়ারম্যান মোস্তাকীন মণ্ডল (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) শাহারুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান (মহিলা) গুলনাহার। নাটোরের বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, ভাইস চেয়ারম্যান (পুরুষ), গুরুদাসপুর উপজেলায় চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান (পুরুষ) আলাল উদ্দিন শেখ, ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকসানা আক্তার লিপি, বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, লালপুর উপজেলায় চেয়ারম্যান ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মনোয়ার হোসেন মনি, ভাইস চেয়ারম্যান (মহিলা) পারভীন আক্তার বানু ও সিংড়া উপজেলায় চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান (পুরুষ) কামরুল হাসান কামরান, ভাইস চেয়ারম্যান (মহিলা) শামীমা হক রোজী।

    প্রসঙ্গত, সারাদেশের উপজেলা গুলোয় এবার পাঁচ ধাপে ভোটগ্রহণ করবে ইসি। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহন করবে নির্বাচন কমিশন।