নয়াদিল্লিতে এবার গণধর্ষণের শিকার হয়েছেন এক ড্যানিশ পর্যটক

    0
    218

    আমারসিলেট24ডটকম,১৫জানুয়ারীঃ ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবার গণধর্ষণের শিকার হয়েছেন এক ড্যানিশ পর্যটক। দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে নয়া দিল্লি স্টেশনের কাছে ডেনমার্ক থেকে আসা এক পর্যটককে ছুরি দেখিয়ে ধর্ষণ করে ৬ ছিনতাইকারি। ৫১ বছরের ওই ড্যানিশ নারীকে গণধর্ষণ করার পাশাপাশি, তার মালপত্রও ছিনতাই করা হয়। গণমাধ্যম আরও জানায়, ওই দিন রাতে দিল্লির জাদুঘর দেখতে হোটেল থেকে বেরিয়ে ছিলেন ওই নারী। জাদুঘর দেখে ফেরার পথ হারিয়ে শহরের পাহাড়গঞ্জের হোটেলে ফেরার পথ জিজ্ঞাসা করেন কয়েকজন যুবককে।

    তাদের মধ্যে একজন সেই মহিলাকে পথ চেনানোর নাম করে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই ছুরি দেখিয়ে ৬ দুর্বৃত্ত তাকে গণধর্ষণ করে। অসুস্থ অবস্থায় হোটেলে ফিরে ওই নারী হোটেলের ম্যানেজারকে সব কথা খুলে বলেন। এরপর হোটেলের ম্যানেজারই ফোন করে পুলিশকে। পাহাড়গঞ্জ পুলিশ স্টেশনে তার অভিযোগ নেয়া হয়েছে। ভারতে অবস্থিত ডেনমার্ক দূতাবাসকেও ঘটনাটি জানানো হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। ট্যুরিস্ট ভিসায় আসা নির্যাতিতা ওই নারী দেশে ফিরে যাওয়ার আবেদন করেছেন।