নড়াইল হাসপাতালে ২ শত রি-এজেন্ট প্রদান করলেন মাশরাফি

    0
    274

    নড়াইল সদর হাসপাতালে মোট ১১ জন ডেঙ্গু রোগী ভর্তির খবর পাওয়া গেছে।

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর হাসপাতালে মোট ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। সদর হাসপাতালে ডেঙ্গু রোগী পরীক্ষার জন্য সংসদ সদস্য মাশরাফির পক্ষ থেকে ২ শত রি-এজেন্ট (কিট) প্রদান করা হয়েছে। আজ শুক্রবার নড়াইল-২ এর সংসদ সদস্য এর উদ্যোগে রি-এজেন্ট প্রদান করা হয়। নড়াইল সদর হাসপাতালের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক আনজুমান আরা সংসদ সদস্যে পক্ষ থেকে সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ-জামান মুন্সি ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মশিউর রহমান বাবু নিকট এ রি-এজেন্ট (কিট )গুলি হস্তান্তর করেন । এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) পৌর মেয়র মোঃ জাহাঙ্গির বিশ্বাস, পৌর কাউন্সিলর ও হৃদয়ে নড়াইলের কর্মকর্তা শরফুল আলম লিটুসহ অনেকে উপস্থিত ছিলেন।

    জানাগেছে, নড়াইল সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সনাক্তকরণের কোন উপকরণ না থাকায় এর আগে একটি বে-সরকারি সংগঠন “হৃদয়ে নড়াইল” এর পক্ষ থেকে ৫০ টি রি-এজেন্ট (কিট) দেয়া হয়। আজ শুক্রবার নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফির পক্ষ থেকে নড়াইল সদর হাসপাতালে ১০০ ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ১০০ টি কিট ও সদরে হাসপাতালে ২০ টি মশারী ষ্টান্ড দেয়া হয়।