নড়াইল সদরে পুর্নঃবাসিত ভিক্ষুকদের মাঝে ঈদ উপকরণ

    0
    231

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭জুন,নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের পুর্নঃবাসিত ভিক্ষুকদের মাঝে ঈদের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলার ৪ টি ইউনিয়নের পুর্নঃবাসিত ভিক্ষুকের মাঝে এ সামগ্রী বিতরণ করেন করা হয়।
    প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম উপজেলার ৪টি ইউনিয়ন চন্ডিবরপুর, হবখালি,শাহাবাদ ও তুলারামপুর ইউনিয়নের ৯৪ জন পুর্নঃবাসিত ভিক্ষুকের মাঝে এ সামগ্রী বিতরণ করেন।
    এ সময় নড়াইল সদর সহকারি কমিশনার (ভুমি) আজিম উদ্দিন, চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভুইয়া, তুলারামপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহম্মেদ, মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারি ,সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা,পুর্নঃবাসিত ভিক্ষুকগন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    ঈদের উপকরণ সামগ্রী হিসাবে প্রতিজনকে ৩০ কেজি চাল, ১ কেজি ছোলা,১ লিটার সোয়াবিন, ১ কেজি চিনি, ১কেজি সেমাই ,১ কেজি ডাল ,১টি শাড়ি/ লুঙ্গি ও নগত ১০০ টাকা বিতরণ করা হয়।
    পর্যায়ক্রমে জেলার মোট ৮০০ জন পুর্নঃবাসিত ভিক্ষুকের মাঝে ঈদ উপকরণ সামগ্রী বিতরণ করা হবে।