নড়াইল সদরে ডাকাতির ঘটনায় গ্রেফতার-২

    0
    209

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১মে,নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের বালিয়াডাঙ্গা গ্রামে ডাকাতির ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে সদরের রামচন্দ্রপুর এলাকা থেকে প্রথমে গোলজার শেখ (৪৫) এবং রবিবার সকালে কালামকে (৪২) গ্রেফতার কওে পুলিশ। এদের বাড়ি সদরের রামচন্দ্রপুর গ্রামে।

    সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত গোলজার ও কালাম বালিয়াডাঙ্গা গ্রামে ডাকাতির কথা স্বীকার করেছে। এ ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    জানা যায়, গত ১৪ মে গভীর রাতে ডাকাতরা নড়াইল সদরের বালিয়াডাঙ্গা গ্রামে ইদ্রিস আলীর ঘরে ঢুকে আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২ ভরি স্বর্ণালংকার; এক লাখ ৫৭ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়।