নড়াইল লোহাগড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

    0
    203

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮মার্চ,নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় কৃষক প্রনোদনা প্যাকেজের অংশ হিসাবে বিনামূল্যে ৩৯০ জন কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।
    বুধবার লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে লেঅহাগড়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রধান অতিথি লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ফয়জুল আমির লিটু এ কার্যক্রমের উদ্বোধন করেন।
    লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ^াসের সভাপতিত্বে, উপজেলা ভাইস চেয়ারম্যান সালেয়া বেগম, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা প্রবীর সরকার ,সর কারি কর্মকর্তা, কৃষকগনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
    ৩৯০ জন ( ৩০০ জন আউশ ও ৯০ জন নেরিকা আউশ চাষী) কৃষকের মাঝে মোট ২৪০০ কেজি বীজ, ৭৮০০ কেজি ইউরিয়া সার, ৩৯০০ কেজি ডি,এ,পি সার এবং ৩৯০০ কেজি এম,ও,পি সার বিতরণ করা হবে। জন প্রতি আউশ বীজ ৫ কেজি, নেরিকা আউশ বীজ ১০ কেজি, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপিসার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।