নড়াইল পৌর পরিষদের ৩ বছর পূর্তি উদযাপন

    0
    248

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইল পৌর পরিষদের তিনবছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
    রবিবার দুপুরে পৌর মেয়রের কক্ষে পৌর পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কেক কেটে তিন বছর পূর্তি উৎসব পালন করেন। এসময় আগামীতে পৌরসভার নাগরিকদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    সভায় বক্তব্যকালে পৌর মেয়র বলেন, নড়াইল পৌরসভার উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। অধিকাংশ এলাকার রাস্তাঘাট এখন আগের তুলনায় অনেক ভাল। মহিষখোলা এলাকায় ড্রেনেজ সমস্যার জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। নতুন নতুন বাড়িঘর গড়ে ওঠায় ড্রেন করার মতো কোন জায়গা কেউ ছাড়তে রাজি হচ্ছে না। যার কারনে ড্রেন নির্মাণে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তবে নাগরিকদের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে।
    পাশাপাশি সকলের আন্তরিক সহযোগিতায় নড়াইল পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করা হবে।
    এসময় পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।