নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের কর্মবিরতি

    0
    346

    নড়াইল প্রতিনিধি: পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে নড়াইলে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের  ২য় দিনের মত চলছে পূর্ণদিবস কর্মবিরতি গতকাল রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্ণদিবস অফিসের কাজকর্ম বন্ধ করে তারা কর্মবিরতি পালন করে। আজ সোমবারও সকাল থেকেই কর্মবিরতি পালন করছে কর্মচারিরা। 

    কর্মবিরতিকালে তাদের দাবিদাওয়া তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নড়াইল জেলা শাখার সভাপতি তরফদার রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম আব্দুল আলীম, সহসভাপতি মোঃ কামরুল গাজী সহ অনেকে। 

    বক্তারা বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীরা বর্তশানে ১১১৬তম গ্রেডে বেতন পাচ্ছেন।   আমরা ১০১১তম গ্রেডে বেতন দাবি করেছি। এছাড়া  পদবি পরিবর্তনের দাবি জানাচ্ছি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে  আজ রবিবার থেকে শুরু হওয়া কর্মবিরতি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। পরবর্তীতে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।