নড়াইল উন্নয়নে মাশরাফির ‘রান ফর নড়াইল’ কর্মসূচি পালিত

    0
    360

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫সেপ্টেম্বর,নড়াইল প্রতিনিধিঃ “নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান” এ লক্ষ্যকে সামনে নিয়ে নড়াইলের উন্নয়নে মাশরাফির ‘রান ফর নড়াইল’ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার  বিকাল  ৫ টায় নড়াইল একপ্রেস নামের একটি বে-সরকারি সংগঠনের আয়োজনে ‘রান ফর নড়াইল’ নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা।

    নড়াইলের রুপগঞ্জ এলাকার বাধাঁঘাট এলাকা থেকে ‘রান ফর নড়াইল’ শুরু হয়ে ৩ কিলো মিটার  সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়।

    এ সময়  জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী,  জেলা পরিষদের চেয়ারম্যান, এ্যাডঃ সোহরাব হোসেন বিশ^াস,পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, ,পৌর মেয়র জাহাঙ্গির হোসেন বিশ^াস,বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহসচিব ও জাতীয় ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জাতীয় ও স্থানীয় খেলোয়ারবৃন্দ,রাজনীতিবিদ, আইনজীবি, শিক্ষক, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,সাংবাদিকসহ বিভিন্নশ্রেনী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

    ‘নড়াইল এক্সপ্রেস’ ঘোষিত নড়াইলের উন্নয়নে কর্মসূচি সফল করতে রান ফর নড়াইল ” কর্মসূচি পালিত হয়। নড়াইল এক্সপ্রেসের মূল লক্ষ্য বাংলাদেশের “সিলিকন সিটি” হিসাবে নড়াইলকে প্রতিষ্ঠা করা, নড়াইলের মানুষ নড়াইলে বসেই পাবে  আন্তজার্তিক মান সম্মত নাগরিক সুবিধা,নড়াইলে সাধারন শিক্ষার পাশাপাশি বিশেষায়িত শিক্ষা চালু করা, যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করে বেকার মুক্ত নড়াইল গড়া, চিত্রা নদীকে কেন্দ্র করে আকর্ষনীয় পর্যটন নগরী গড়ে তোলা, পরি”চ্ছন্ন সবুজে ঘেরা পরিকল্পিত বিনোদন বান্ধব স্বপ্নের শহরে রুপান্তরিত করা।

    পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।