নড়াইলে ২৯টি বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা

    0
    214

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫আগস্ট,নড়াইল  প্রতিনিধিঃ নড়াইলের ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৭ সালেরর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৮৩ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।  শনিবার (৫ আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলার আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মননা দেয়া হয়।

    সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসএসএফ’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অবঃ) আমান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী শেখ আমিনুর রহমান হিমু। এসময় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ, ইউ, এস, এম সাইফুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডঃ আব্দুস ছালাম খান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিন তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক চৈতী রানী বিস্বাস, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইদ্রিস আহম্মেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    শিক্ষানুরাগী শেখ আমিনুর রহমান প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে একটি সম্মাননা পদক এবং ৫শ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।